ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
আল-শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলা ছবি : সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ওপর বিমান হামলা চালিয়েছে কেনীয় বিমান বাহিনী।

সোমবার (০৬ এপ্রিল) প্রতিবেশী সোমালিয়ার গেদো অঞ্চলে আল-শাবাবের দু’টি ক্যাম্পে কেনিয়া এক যোগে বিমান হামলা চালায় বলে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে।



গত ২ এপ্রিল গারিসা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আল-শাবাব জঙ্গিদের হামলায় ১৪২ ছাত্রসহ ১৪৮ জন নিহত হওয়ার ঘটনার পর এটাই প্রথম প্রতিক্রিয়া কেনিয়ার।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে হামলার ঘটনাকে ‘মানবতার ওপর হামলা’ মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তা চরমপন্থিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার প্রতিজ্ঞা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএইচ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।