ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে ১০ বছরের বেশি পুরনো ডিজেল-যান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, এপ্রিল ৮, ২০১৫
দিল্লিতে ১০ বছরের বেশি পুরনো ডিজেল-যান নিষিদ্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশ ও বায়ুদূষণ ঠেকাতে দিল্লিতে দশ বছরের বেশি পুরনো সকল ডিজেলচালিত যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করে।



নিষেধাজ্ঞার আদেশে আদালত বলেন, এ ধরণের যাবতীয় যানবাহন দিল্লির বাইরে পাঠিয়ে দিতে হবে। সেই সঙ্গে দিল্লির বাইরে থেকেও এসব যানবাহনের প্রবেশ নিষিদ্ধ।

এর আগে গত বছর নভেম্বরে এক আদেশে দিল্লিতে ডিজেলচালিত পনের বছরের বেশি পুরনো যাবতীয় যানবাহন নিষিদ্ধ করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।