ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস এর আরও হত্যাযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আইএস এর আরও হত্যাযজ্ঞ ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বশেষ হত্যাযজ্ঞে আরও ৩৫ জনকে হত্যা করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ইরাকের কিরকুক প্রদেশে সুন্নি সম্প্রদায়ের অন্তত ২৪ জনকে হত্যা করে তারা।

এই সুন্নি মুসলিমরা বিভিন্ন সময় আইএস এর নীতির সমালোচনা করেছিলেন। তবে তারা বাগদাদ সরকারের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন না।

অপরদিকে, সালাহউদ্দিন প্রদেশে আইএস এর বিরুদ্ধে ‍লড়াইরত শিয়া সম্প্রদায়ভুক্ত পপুলার মবিলাইজেশন ফোর্সের ১১ সদস্যকে হত্যা করে আইএস জঙ্গিরা। সোমবার (২০ এপ্রিল) এ হত্যাকাণ্ডের ছবিও প্রকাশ করে সংগঠনটি। শিয়া নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানির আহ্বানে জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে লড়াই করতে গঠিত হয় পুপলার মবিলাইজেশন ফোর্স।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।