ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্পে গুগল কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
নেপালে ভূমিকম্পে গুগল কর্মকর্তার মৃত্যু

ঢাকা: নেপালের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এক গুগল কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানার সময় ড্যান ফ্রেডিনবার্গ নামের ওই গুগল কর্মকর্তা এভারেস্টে অবস্থান করছিলেন বলে জানা গেছে।



শক্তিশালী এ ভূমিকম্পের সময় কেঁপে ওঠে বিশ্বের সবচেয়ে বড় পর্বত এভারেস্টও। এতে তুষারধসে অন্তত ১৮ ব্যক্তির প্রানহানী ঘটে বলে জানা গেছে। এছাড়া নিখোঁজ হন আরো বেশ কয়েকজন।

নিহতদের মধ্যে ড্যান ফ্রেডিনবার্গও ছিলেন বলে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে গুগল।

বিবৃতিতে টেক জায়ান্ট কোম্পানিটি বলে, মর্মান্তিক ভূমিকম্পে দুঃখজনকভাবে আমরা আমাদের ড্যানকে হারিয়েছি। গুগলের দীর্ঘ সময়ের সদস্য ড্যান ছাড়াও নেপালে আরো তিনজন সদস্য অবস্থান করছেন। তারা নিরাপদ রয়েছেন।

ড্যান ফ্রেডিনবার্গ ২০০৭ সাল থেকে গুগলে কাজ করেন বলে জানা গেছে। তিনি কোম্পানিটির স্ট্রিট ভিউ প্রোজেক্টে কাজ করছিলেন বলে জানিয়েছে গুগল। এভারেস্টে তিনি গিয়েছিলেন এ প্রকল্পের কাজেই। ২০১৩ সালে তার তোলা ছবি দিয়েই গুগল ম্যাপে এভারেস্ট প্রদর্শন শুরু হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।