ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নির্বাচন

জরিপে সামান্য এগিয়ে বিরোধী লেবার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, মে ৭, ২০১৫
জরিপে সামান্য এগিয়ে বিরোধী লেবার পার্টি ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যে চলছে জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনা, গণনা শেষে ঘোষিত হবে ফলাফল।

হাড্ডাহাড্ডি এ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে সামান্য এগিয়ে রাখা হলেও অর্ধেক সময় ভোটগ্রহণের পর জনমত জরিপ বলছে, নির্বাচনে প্রধান বিরোধী দল এড মিলিব্যান্ডের লেবার পার্টি সামান্য এগিয়ে আছে।

ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় জনমত জরিপ প্রতিষ্ঠান আইসিএম বলছে, ৫৬তম এই জাতীয় নির্বাচন নিয়ে পরিচালিত জরিপে মিলিব্যান্ডের লেবার পার্টিকে জনগণ বেশি ভোট দিচ্ছে বলে দেখা যাচ্ছে।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই জরিপে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত মধ্য-বামপন্থি লেবার পার্টির ভাগে পড়েছে ৩৫ শতাংশ ভোট, আর প্রধানমন্ত্রী ক্যামেরনের কনজারভেটিভ পার্টির প্রতীকে পড়েছে ৩৪ শতাংশ ভোট।

অবশ্য, বুধবারের (৬ মে) জরিপে দুই দলের পক্ষেই ৩৫ শতাংশ করে জনসমর্থন দেখা যাচ্ছিল।

বৃহস্পতিবারের জরিপ অনুযায়ী, নির্বাচনের অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী ইইউ-বিরোধী ইউকেআইপি পার্টি ১১ শতাংশ আর মধ্যপন্থি সহ-ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটরা ৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে লড়ছেন।

ইউরোপের সবচেয়ে প্রভাবশালী দেশটির এবারের নির্বাচনে পাঁচ কোটি নিবন্ধিত ভোটার ৩ হাজার ৯শ’ ৭১ জন প্রার্থীর মধ্যে থেকে হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করছেন।

এর মধ্যে পাঁচশ’ ৩৩টি আসনেরই প্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ডের জনগণ। বাকি আসনগুলোর ৫৯টিতে স্কটল্যান্ড, ৪০টিতে ওয়ালস ও ১৮টিতে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিনিধি নির্বাচিত হবেন।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটার উপস্থিতি পর্যালোচনা করে অনেক বিশ্লেষকই মনে করছেন, এবারের নির্বাচনে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী জরিপের এমন ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্লেষকরা বলছেন, যেহেতু কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেক্ষেত্রে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত দূর্বল দলগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। সে বিবেচনায় ইউকেআইপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে কোনো যৌথ সরকার ব্যবস্থার মধ্যে থাকতে দেখা যেতে পারে।

বিশ্লেষকরা বলছেন, সংখ্যাগরিষ্ঠতা পেলে এড মিলিব্যান্ডের লেবার পার্টি নিক ক্লেগের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যৌথ সরকার গঠনে আগ্রহী বলে নির্বাচনের কয়েকদিন আগে থেকেই শোনা যায়। তবে এ তথ্যের সত্যতা কতটুকু, তা নিশ্চিত হওয়া যাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরপরই।

যুক্তরাজ্যের এ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। তিন হেভিওয়েট নারী প্রার্থী- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীসহ ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এতে।

আলোচনায় থাকা তিন নারী প্রার্থীই লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে টিউলিপ হ্যাম্পস্টেড ও কিলবার্ন থেকে, রুশনারা আলী বেথনাল গ্রিন এন্ড বো থেকে ও রুপা হক মধ্য ইলিং থেকে লড়ছেন।

এছাড়া, বাকি বাংলাদেশি ব্রিটিশ প্রার্থীরা হচ্ছেন- বেকেনহাম আসনে লেবার পার্টির ব্যারিস্টার মেরিনা আহমেদ, ওয়েলউইন অ্যান্ড হাটফিল্ড আসন থেকে লেবার পার্টির ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, নর্থহ্যামটন সাউথ আসন থেকে লিবারেল ডেমোক্রেট দলের প্রিন্স সাদিক চৌধুরী, সারের রায়গেইট ও বানস্টেড আসনে লেবার পার্টির আলী আখলাকুল, লুটন সাউথ থেকে লিবারেল ডেমোক্রেটের আশুক আহমেদ, নর্থ ইস্ট হ্যাম্পশায়ার আসন থেকে লেবার পার্টির এমরান হোসাইন, স্কটল্যান্ডের এভারডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসন থেকে লেবার পার্টির সুমন হক এবং ওয়েলসের আরফন আসন থেকে লিবারেল ডেমোক্রেট দলের মোহাম্মদ সুলতান।

** চলছে যুক্তরাজ্য নির্বাচনে ভোটগ্রহণ
** যুক্তরাজ্য নির্বাচনে ভোটগ্রহণ শুরু
** যুক্তরাজ্যে ভোটের অপেক্ষা

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।