ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারামের কবল থেকে তিনশ’ নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
বোকো হারামের কবল থেকে তিনশ’ নারী উদ্ধার

ঢাকা: পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে প্রায় তিনশ’ নারীকে উদ্ধার করেছে নাইজেরীয় বাহিনী। উদ্ধার পাওয়া নারীদের বেশিরভাগই কিশোরী বলে জানা গেছে।



নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সামবিসা বনভূমি থেকে তাদের উদ্ধার করা হয় বলে বুধবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষা তথ্য অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল ক্রিস ওলুকোলাদে।

তবে উদ্ধার পাওয়া কিশোরীরা গত বছর বর্নো রাজ্যের চিবক এলাকার একটি স্কুল থেকে অপহৃত হওয়া ছাত্রীরাই কি-না, সে বিষয়ে নিশ্চত করে কিছু বলেননি মেজর জেনারেল ক্রিস।

তিনি বলেন, মাত্র কিছু সময় আগে তাদের উদ্ধার করা হয়েছে। এখনই পরিচয় সনাক্ত করা সম্ভব নয়। বিষয়টা পরিষ্কার হতে আরো সময় প্রয়োজন।

তবে সেনাবাহিনীর অপর এক মুখপাত্র কর্নেল সানি উসমান জানিয়েছেন, উদ্ধার পাওয়া কিশোরীরা চিবক স্কুলের ছাত্রী নয়।

এসময় তিনি জানান, অভিযান শেষে দুইশ’ বন্দি কিশোরী ও ৯৩ জন নারীকে উদ্ধার করেছে নাইজেরীয় বাহিনী।

২০১৪ সালের এপ্রিলে চিবকের একটি স্কুল থেকে প্রায় তিনশ’ কিশোরীকে অপহরন করে জঙ্গি সংগঠন বোকো হারাম। এরপর এক বছর পেরিয়ে গেলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।