ঢাকা: সৌদি সেনারা ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের বড় ধরণের একটি হামলা প্রতিহত করে দিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
গত মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা করছে। হামলার জবাব হিসেবেই প্রথমবারের মতো পাল্টা হামলা চালাল হুথি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানায়. বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নাজরান শহরের কাছে একটি সীমান্তে হামলা চালায় হুথিরা।
হামলাকারীদের হুথি ও তাদের অনুগত বাহিনী দাবি করে এসপিএ জানায়, সৌদি সেনাবাহিনীর সঙ্গে তাদের গোলাগুলিও হয়েছে।
রাজধানী সানাসহ ইয়েমেনের দক্ষিণাঞ্চল দখলে নেওয়া হুথিরা গত কয়েক মাস ধরে লড়াই করছে। এ পর্যায়ে হামলার মুখে দেশটির প্রেসিডেন্ট মানসৌর হাদি পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।
হামলার উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন অব্যাহত স্থল লড়াই ও বিমান থেকে বোমা হামলায় নিরীহ মানুষ শিকার হচ্ছে বলে জানিয়েছেন।
জাতিসংঘের মতে, গত দেড় মাসে হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ৩ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মে ০১, ২০১৫
কেএইচ/