ঢাকা: ভারতের আন্দামান দ্বীপে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পোর্ট ব্লেয়ার থেকে ১৩০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তি।
ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর পাওয়া গেছে। শুক্রবার (০১ মে) দুপুর ২টা ২৯ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাথমিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে মাঝারি মাত্রার এ ভূমিকম্পে আন্দামান দ্বীপে বেশ ঝাঁকুনির সৃষ্টি হয়।
প্রতিবেশী দেশ নেপালে শক্তিশালী ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহের মাথায় আন্দামানে ভূমিকম্প হলো। শনিবার (২৬ এপ্রিল) নেপালে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি আঘাত হানে ভারত, চীন ও বাংলাদেশে। এতে মৃতের সংখ্যা ছয় হাজার পার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ০১, ২০১৫, আপেডট ১৯১৬
কেএইচ/আইএ