ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারামের নির্যাতনের বর্ণনা দিল মুক্ত নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
বোকো হারামের নির্যাতনের বর্ণনা দিল মুক্ত নারীরা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘নাইজেরীয় সেনাবাহিনী আসার কথা জানামাত্র আমাদেরকে তাদের সঙ্গে পালাতে বলা হল। কিন্তু তা না করায় আমাদের বেশ কয়েকজনকে পাথর ছুঁড়ে হত্যা করে তারা।



কথাগুলো বলছিলেন পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে উদ্ধার পাওয়া এক নারী। সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামবিসা বনভূমিতে জঙ্গি সংগঠনটির কবল থেকে সাতশ’র বেশি নারী ও কিশোরীকে উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। সামবিসা বনভূমি বোকো হারামের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

উদ্ধারের পর এরই মধ্যে দুই শতাধিক নারীকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ। তারা প্রত্যেকেই নিজ নিজ অভিজ্ঞতার কথা জানান আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে।

আসাবে উমারু নামে উদ্ধার পাওয়া অপর এক নারী বলেন, অপহরণের সময় আমার সামনেই আমার স্বামী-সন্তানকে খুন করে জঙ্গিরা।

অপর এক নারী জানিয়েছেন, অপরহরণের পর সামবিসা জঙ্গলে নিয়ে বেশ কয়েকজনকে জোরপূর্বক বিয়েও করে বোকো হারাম সদস্যরা।

এক নারী জানান, জঙ্গলে থাকার সময় তাদের কাউকেই দৃষ্টির আড়াল হতে দিতো না জঙ্গিরা।

তিনি বলেন, তারা আমাদের এক ইঞ্চিও নড়তে দিত না।   বেঁধে রাখা হতো সবাইকে।

সেসিলিয়া আবেল নামে এক নারী বলেন, আমাদেরকে দিনে একবার খেতে দেওয়া হতো। তাও সেটা দুপুর বেলা। মাটিতে শুকানো ভুট্টা ছিল আমাদের একমাত্র খাবার।

২৪ বছর বয়সী উমারু বলেন, প্রতিদিনই আমাদের মধ্যে কাউকে না কাউকে মরতে দেখতাম এবং নিজেদের মৃত্যুর অপেক্ষায় থাকতাম।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ০৪, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।