ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্য নির্বাচন

সাড়ে তিনশ’ বছরে মধ্যে সবচেয়ে কম বয়সী এমপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ৮, ২০১৫
সাড়ে তিনশ’ বছরে মধ্যে সবচেয়ে কম বয়সী এমপি ছবি : সংগৃহীত

ঢাকা: এমহেইরি ব্ল্যাক। মাত্র বিশ বছর বয়স।

যুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনে এই বয়সেই নির্বাচিত হয়ে গত সাড়ে তিনশ’ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হিসেবে রেকর্ড গড়লেন তিনি।

এর আগে ১৬৬৭ সালে আলবেমার্লের দ্বিতীয় ডিউক ক্রিস্টোফার মঙ্ক মাত্র ১৩ বছর বয়সে হাউজ অব কমন্সের সদস্যপদ লাভ করেন। তারপর এমহেইরি ব্ল্যাকই যুক্তরাজ্যে দ্বিতীয় অল্প বয়সী জনপ্রতিনিধি।

স্কটিশ ন্যাশনাল পার্টির পক্ষে পেইসলি ও রেনফ্রেওশায়ার থেকে ২৩ হাজার ৫শ’ ৪৮টি ভোট পেয়ে ব্ল্যাক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির ডগলাস আলেক্সান্ডার পেয়েছেন ১৭ হাজার ৮শ’ ৬৪ ভোট। আর তৃতীয় অবস্থানে থাকা কনজারভেটিভ পার্টির ফ্রেজার গ্যালওয়ে পেয়েছেন ৩ হাজার ৫শ’ ২৬ ভোট।

২০০৬ সালে আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছরে নামিয়ে আনে যুক্তরাজ্য। এরই জোরে ২০১৫ সালের নির্বাচনে প্রার্থী হতে পেরেছেন এমহেইরি ব্ল্যাক।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মে ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।