ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপ পাড়ি জমানোর সময় লিবিয়ায় ৬শ’ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ইউরোপ পাড়ি জমানোর সময় লিবিয়ায় ৬শ’ অভিবাসী আটক ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় ৬শ’ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবীয় কোস্টগার্ড।

শনিবার (২৩ মে) লিবীয় উপকূল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



ভূমধ্যসাগরে লিবীয় উপকূলের দৈর্ঘ এক হাজার ৭শ’ ৭০ কিলোমিটার। এই ‌উপকূল থেকে প্রায় তিনশ’ কিলোমিটার দূরেই ইতালির লামপেডুসা দ্বীপ। একারণে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের পাচারে ভূমধ্যসাগরের এই রুটটি ব্যবহার করে থাকে আদমচক্র।

ভূমধ্যসাগরের এই রুটে আদম পাচার চক্রের তৎপরতা বছরের পর বছর ধরে চলে এসেছে। সম্প্রতি আফ্রিকার দেশগুলো ও মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে বেশ জমে উঠেছে পাচারচক্রের ব্যবসা।

এরই ফলশ্রুতিতে চলতি বছর এরই মধ্যে সাগরে ডুবে সলিল সমাধি ঘটেছে প্রায় দুই হাজার অভিবাসন প্রত্যাশীর।

এর আগে গত রোববারও (১৭ মে) ইউরোপ পাড়ি জমানোর চেষ্টার সময় প্রায় ৪শ’ অভিবাসন প্রত্যাশীকে উপকূলীয় এলাকা থেকে আটক করে লিবিয়ার ত্রিপলি ভিত্তিক সরকারের কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।