ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা হামলার হুমকি

হোয়াইট হাউসে প্রেসব্রিফিং বিঘ্নিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
হোয়াইট হাউসে প্রেসব্রিফিং বিঘ্নিত ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে বোমা হামলা চালানো হবে এ হুমকি পেয়ে হোয়াইট হাউসে আয়োজিত প্রেসব্রিফিং বিঘ্নিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পুলিশকে এ হুমকির কথা জানানো হলে প্রেসব্রিফিং কক্ষ দ্রুত খালি করে দেওয়া হয়।



সিক্রেট সাভিসের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

সংস্থাটি জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে হোয়াইট হাউসের প্রেসব্রিফিং কক্ষে মার্কিন প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। তার এই ব্রিফিং সরাসরি টেলিভিশন চ্যানেলে প্রচারও করা হচ্ছিল।

এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা বোমা হামলার কথা  জানালে প্রেসব্রিফিং স্থগিত করে কক্ষ ফাঁকা করে দেওয়া হয়।

তবে ২০ মিনিট পর সাংবাদিকদের ফের হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সিক্রেট সাভিসের মুখপাত্র ব্রিয়ান লেরি জানান, বোমা হামলার খবর পাওয়ার পর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।