ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর প্রদেশের এলাহবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৪৭ মিনিটে এলাহবাদ থেকে ১৮ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের একটি আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে রুটিন প্রশিক্ষণে অংশ নিতে বিমানটি এলাহবাদ থেকে উড়াল দেয়।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট দু’জন নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।

চলতি বছর এ নিয়ে বিমান বাহিনীর দু’টি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হল। গত মার্চে হরিয়ানার কুরুক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্লেনটির পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।

দ্বি-ইঞ্জিন বিশিষ্ট জাগুয়ার প্লেন ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এর সঙ্গে দু’টি ৩০ মিলিমিটার মেশিনগান সংযুক্ত থাকে। সেই সঙ্গে প্লেনটি দু’টি আর-৩৫০ ম্যাজিক সিসিএমসহ প্রায় পাঁচ হাজার কেজি’র আলাদা ভার (বোমা অথবা জ্বালানি) বহনে সক্ষম বলে নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫/ আপডেট: ১১০৯ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।