ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় নাগরিকত্ব পেলেন ৪৩০০ হিন্দু-শিখ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ভারতীয় নাগরিকত্ব পেলেন ৪৩০০ হিন্দু-শিখ শরণার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: এক বছরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৪ হাজার ৩শ হিন্দু এবং শিখ শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এই সংখ্যা বিগত কংগ্রেস সরকারের সবশেষ পাঁচবছরের চার গুণ।



মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু শরণার্থীরা ভারতীয় নাগরিকের মতো মর্যাদা পাবে। একইসময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কথা, ভারত ছিলো ‘নির্যাতিত হিন্দুদের প্রাকৃতিক ঘর’।

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া প্রায় দুই লাখ হিন্দু ও শিখ শরণার্থী বর্তমানে ভারতে বসবাস করছে।

মোদি সরকার ক্ষমতায় আসে ২০১৪ সালের মে মাসে। এরপর মধ্যপ্রদেশে ১৯ হাজার শরণার্থীকে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছে। একইসঙ্গে গুজরাটে ১১ হাজার এবং রাজস্থানে ৪ হাজার শরণার্থীকে দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী ভিসা।

গত এপ্রিল মাসে এসব শরণার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা পাওয়া সহজ করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনলাইন আবেদনের পদ্ধতি চালু করে।

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু ও শিখ- যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করতে চায়, তাদের কষ্ট লাঘবে সরকার এ সিদ্ধান্ত নেয়।

বর্তমানে রাজস্থানের যোধপুর, জয়সালমির, বিকানের ও জয়পুরে পাকিস্তান থেকে যাওয়া হিন্দুদের বসবাসের জন্য প্রায় ৪শ স্থাপনা রয়েছে।

আর বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের অধিকাংশের বসবাস পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। অপরদিকে শিখ শরণার্থীদের অবস্থান পাঞ্জাব, দিল্লি ও চণ্ডীগড়ে।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদের পাঁচবছরে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলো ১ হাজার ২৩ জন হিন্দু ও শিখ শরণার্থী।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।