ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক তুর্কি প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
সাবেক তুর্কি প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেলের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী,প্রেসিডেন্ট ও বিশিষ্ট রাজনীতিক সুলেমান ডেমিরেল মারা গেছেন। ২০০০ সালে প্রেসিডেন্ট হিসেবে অবসর নেয়ার আগে অর্ধশতাব্দী ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে ছিলেন তিনি।



মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী অাঙ্কারার গুভেন হাসপাতালে হৃদযন্ত্রজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯০।

২০১৩ সালের মে মাসে মারা যান ডেমিরেলের স্ত্রী নাজমিয়ে। এই দম্পতির কোনো সন্তান নেই।

সুলেমান ডেমিরেল ষাট ও সত্তরের দশকে বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত। দুই বার তার সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।