ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে টিনএজারদের ভোটাধিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
প্রথমবারের মতো জাপানে টিনএজারদের ভোটাধিকার

ঢাকা: প্রথম বারের মতো জাপানের টিনএজাররা ভোটাধিকার পাচ্ছেন। ভোটদানের বয়স ২০ বছর থেকে কমিয়ে ১৮ বছর করে আইন পাস করায় দেশটিতে টিএজারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।



বুধবার (১৭ জুন) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

এ আইন পাসের ফলে জাপানে ১৮ এবং ১৯ বছর বয়সী নতুন ২০ লাখ ৪০ হাজার তরুণ-তরুণী প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

২০১৬ সালের গ্রীস্মকালে অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্ট ডায়েটের উচ্চকক্ষের নির্বাচনের টিএনএজাররা ভোটদানে অংশ নেবেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে ১৯৪৫ সালে সর্বশেষ তাদের ভোটদান বিষয়ক আইন সংশোধন করা হয়েছিল। তখন দেশটিতে ভোটাধিকার প্রয়োগের বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২০ বছর করা হয়। এবার ২০ থেকে কমিয়ে করা হলো ১৮ বছর।

জাপানের ১২ কোটি ৭০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ৬৫ বছর কিংবা এর উপরে বয়স। দেশটিতে গত কয়েক দশকে কমেছে জন্মহার। চীন ছেড়ে অন্যদেশে পাড়ি জমানোর সংখ্যাও কম। তবে বয়স্কদের অন্য উন্নত দেশে চলে যাওয়ার প্রবণতা বেশি। তাই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব বাড়াতেই এ আইন পাস করা হয়েছে।

এ নিয়ে দেশটির তরুণ-তরুণীদের মধ্যে দেখা দিয়েছে অন্যরকম এক উত্তেজনা।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।