ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২০ সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার  উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মনগুনোতে একাধিক বোমা বিস্ফোরণে  ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।



একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে জানান, সম্প্রতি বোকো হারামের পরিত্যক্ত একটি ক্যাম্পে অনেকগুলো বোমা পাওয়া যায়। মঙ্গলবার বেসামরিক লোকজন  বোমাগুলো দেখার জন্য ভিড় করে। এসময় বোমাগুলো বিস্ফোরিত হয়ে ২০ জন নিহত হন।

বিবিসির নাইজেরিয়া প্রতিনিধি জানায়, স্থানীয়রা বোমাগুলোর সন্ধান পাওয়ার পর উদযাপনের সময়ই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, বোকো হারামে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ২০০৯ সালে নাইজেরিয়ায় হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএন/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।