ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আরও একজনের মৃত্যু

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় মার্স করোনা ভাইরাসের আক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মার্স ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।



বৃহস্পতিবার (১৮ জুন) দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে আরও তিনজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একশ ১৬৫ জনে। এদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ৬ হাজার সাতশ ২৯ জনকে তাদের নিজ বাসা অথবা আশ্রয় কেন্দ্রে সঙ্গীহীন করে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।