ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এনএসএ’র গুপ্তচরবৃত্তি

ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

ঢাকা: যুক্তরাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ২০০৬-২০১২ সালের মধ্যে একাজ করে।



সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের এমন গোঁপন তথ্য প্রকাশের পর প্যারিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরণের গুপ্তচরবৃত্তি সহ্য করা হবে না বলেও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেওয়া হয়।

বুধবার (২৪ জুন) মন্ত্রী ও সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে শেষে ওঁলাদ বলেন, ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না।
তবে ‘গোয়েন্দাদের বিশেষ গুপ্তচরবৃত্তি’র ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস বলেন, ওঁলাদকে আগেও লক্ষ্যবস্তু করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। ’ এর আগেও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ফোনে আঁড়িপাতে এনএসএ। আঁড়িপাতা হয় ব্রাজিল ও মেক্সিকান নেতাদের ওপরও।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।