ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত মুহসিন আল-ফাদলি‍

ঢাকা: মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়ায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা মুহসিন আল-ফাদলি‍ নিহত হয়েছেন। ফাদলিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলার পরিকল্পনাকারী দাবি করে মঙ্গলবার (২১ জুলাই) পেন্টাগন এ তথ্য জানায়।



পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিসের মতে, ৮ জুলাই আল-ফাদলির ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি সিরিয়ার সারমাদা এলাকার কাছে একটি গাড়িতে ছিলেন।

তবে ড্রোন না বিমান হামলায় ৩৪ বছর বয়স্ক ফাদলিকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি পেন্টাগনের মুখপাত্র।

জেফ ডেভিসের দাবি, আল-ফাদলি আল-কায়েদার নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের খুবই ঘনিষ্ঠ ছিলেন, যিনি ৯ / ১১-এর হামলার কথা আগেই জানতেন।

কুয়েতি বংশোদ্ভূত আল-ফাদলির সম্পর্কে তথ্য দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

ডেভিস বলেন, ফাদলির মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আল-কায়েদা চলমান সন্ত্রাসী কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।