ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলা

নিহতের সংখ্যা বেড়ে ৭৬, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
নিহতের সংখ্যা বেড়ে ৭৬, আইএসের দায় স্বীকার

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে ট্রাকবোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। এ হামলায় দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।



বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সকালে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলে একটি শিয়া জেলায় জনবহুল ‘জামিলা’ কাঁচাবাজারে হামলার ঘটনাটি ঘটে।

এ হামলায় আহত হয়েছেন আরও দুই শতাধিক লোক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী জনবহুল ওই বাজারে ট্রাকসহ ঢুকে পড়ে বিস্ফোরণটি ঘটায়।

এদিকে, অনলাইনে পোস্ট করা এক বার্তায় আইএস দায় স্বীকার করে জানিয়েছে, সেনা ও স্থানীয় যোদ্ধাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএইচ

** বাগদাদে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ৬০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।