ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অনলাইনে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে চীনে আটক ১৯৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
অনলাইনে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে চীনে আটক ১৯৭

ঢাকা: তিয়ানজিনে বিস্ফোরণ ও শেয়ারবাজার ধসের ঘটনায় অনলাইনে ‘গুজব’ ছড়ানোদের বিরুদ্ধে নতুন এক অভিযান শুরু করেছে চীনের পুলিশ। এরই ধারায় ১৯৭ জনকে আটকও করা হয়েছে।



স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিয়ানজিনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের সংখ্যা নিয়ে একদল অসৎ ব্যক্তি অনলাইনে গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছে। এছাড়া শেয়ারবাজার ধসের ঘটনায় গুজব ছড়িয়ে পড়ায় বেইজিংয়ে একজন আত্মহত্যা করেছেন।

খবরে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাত দশকপূর্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এ আয়োজন নিয়েও গুজব ছড়ানোর চেষ্টা চলছে।

এসব অপচেষ্টা বন্ধে চীনা পুলিশ অভিযানে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৭ জনকে আটকের পর সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে কি ধরনের সাজা দেওয়া হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।