ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুদাপেস্টের প্রধান রেলস্টেশন বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বুদাপেস্টের প্রধান রেলস্টেশন বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনের কথা বলে রাজধানী বুদাপেস্টের প্রধান রেলস্টেশনটি বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি কর্তৃপক্ষ। এতে করে সেখানে আটকে পড়েছেন শত শত অভিবাসন প্রত্যাশী।



সোমবার (৩১ আগস্ট) ৩ হাজার ৬৫০ জন অভিবাসন প্রত্যাশী শুধুমাত্র ভিয়েনাতেই পৌঁছেছেন। গত এক বছরের দৈনিক হিসাবে এ সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কয়েক দফায় জার্মানির মিউনিখেও পৌঁছেছেন কয়েকশ অভিবাসন প্রত্যাশী।

এর পরপরই মঙ্গলবার বুদাপেস্টের প্রধান রেলস্টেশনটি বন্ধ করে দেয় হাঙ্গেরি।

দেশটির সরকারের মুখপাত্র জোলতান কোভাকস বলেছেন, হাঙ্গেরি ইইউ আইন মানার চেষ্টা করছে। এই অঞ্চলের ২৬টি দেশে ভ্রমণ করতে হলে ভিসা-পাসপোর্ট থাকতে হবে। আমরা বিষয়টি নিশ্চিত করতে চাইছি।

এদিকে, প্রধান স্টেশন বন্ধ করে দেওয়ায় বুদাপেস্টে আটকে পড়া ক্ষুব্ধ অভিবাসন প্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। এসময় স্টেশনটি ফের খুলে দিয়ে তাদেরকে জার্মানি যেতে সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএইচ

** জার্মানি ও অস্ট্রিয়ায় পৌঁছাতে শুরু করেছে অভিবাসন প্রত্যাশীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।