ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে চার বিচ্ছিন্নতাবাদী ও এক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কাশ্মীরে বন্দুকযুদ্ধে চার বিচ্ছিন্নতাবাদী ও এক সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কাশ্মীরে বন্দুকযুদ্ধে চার বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয় বাহিনীর এক সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) হান্দোয়ারার ভিলগম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



এর আগে বুধবার (০২ সেপ্টেম্বর) ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়। এ ঘটনায় এদিন স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) নতুন করে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে দেশটির বাহিনী। ভিলগম এলাকায় এক জঙ্গলে এ বন্দুকযুদ্ধ হয়।

রাষ্ট্রীয় রাইফলস, প্যারা ফোর্স ও পুলিশের বিশেষ বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বন্দুকযুদ্ধ শেষ হলেও এখনও ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫/আপডেট: ১২৩০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।