ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে দ্রুজ নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে দ্রুজ নেতার মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় এক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় রক্ষণশীল ধর্মীয় সংগঠন দ্রুজ’র এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন।



শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জর্দান সীমান্তবর্তী সিরিয়ার আস-সুয়েইদা প্রদেশের রাজধানী ও ‘দ্রুজ’ শহর নামে পরিচিত সুয়েইদা শহরে হামলার ঘটনাটি ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে শনিবার (০৫ সেপ্টেম্বর) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নিহত দ্রুজ নেতার নাম শেখ ওয়াহিদ আল-বালোস। তিনি সিরীয় সরকার ও ইসলামিক জঙ্গি সংগঠনগুলো, উভয়ের বিপক্ষেই কথা বলতেন।

মানবাধিকার সংগঠনটি আরও জানায়, সুয়েইদা শহরে অপর এক হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছেন।

সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সুয়েইদা শহরে দুই হামলার ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। জঙ্গি সংগঠনগুলো এ হামলা দুটি চালিয়েছে বলে খবরে দায়ী করা হয়। তবে দ্রুজ নেতার নিহত হওয়ার বিষয়টি খবরে উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।