ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরও শরণার্থী নেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আরও শরণার্থী নেবে অস্ট্রেলিয়া টনি অ্যাবট / ছবি: সংগৃহীত

ঢাকা: আরও শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে পশ্চিম ইউরোপের দেশ জার্মানি ও অস্ট্রিয়ার ঘোষণার পরপরই এ ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট।



রোববার (০৬ সেপ্টেম্বর) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ঘোষণায় টনি বলেন, ইউরোপে চলমান অভিসান প্রত্যাশী ও শরণার্থী সংকট মোকাবেলায় তার সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এসময় তিনি জানান, সংঘাতময় সিরিয়া ও ইরাক থেকে আসা শরণার্থীদের পুনর্বাসনে তার সরকার এর আগেও যথেষ্ট উদোগী ছিল। নতুন করে আবারও এ ব্যাপারে প্রক্রিয়া চলছে। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র নেতৃত্বে অর্থনৈতিক সহায়তাও অব্যাহত রেখেছে তার দেশ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।