ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জমজ বিড়ম্বনায় হন্ডুরাসের এক স্কুল (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
জমজ বিড়ম্বনায় হন্ডুরাসের এক স্কুল (ভিডিওসহ)

ঢাকা: স্কুলটাতে ঢুকলেই মাথা ঘুরে উঠতে পারে আগন্তুকের। বিষয়টা এমন, ডানে তাকালে যাকে দৌড়াতে দেখা যাবে, বাঁয়ে তাকালে আবার তাকেই বসে থাকতে দেখা যাবে।

পড়া না তৈরি করায় হয়তো একজন শিক্ষকের সাজার মুখে, দেখা যেতে পারে একই সময় সে শিক্ষার্থীই আবার পড়ায় মগ্ন।

মনে প্রশ্ন জাগতে পারে, কি করে এমন ঘটনা ঘটছে? কোনো ভূত-প্রেতের রাজ্যে এসে পড়েনি তো আগন্তুক? নাকি তার দৃষ্টিবিভ্রাট হচ্ছে?

আসলে এসব কিছুই না। রহস্যের সমাধান তখনই মিলবে, যখন আগন্তুক জানতে পারবেন, তিনি আসলে তার চারপাশে জমজদের দেখছেন।

বলা হচ্ছে, হন্ডুরাসের দানলির এক অখ্যাত স্কুলের কথা। এ স্কুলে একজোড়া-দু’জোড়া নয়, ২৩ জোড়া জমজ শিক্ষার্থী রয়েছে। ফলে আগন্তুক বিভ্রান্তিতে পড়তেই পারেন।



বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।