ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসী সংকট

৬ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে জার্মান সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
৬ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে জার্মান সরকার সংগৃহীত

ঢাকা: অভিবাসন প্রত্যাশীদের সহায়তা, পুনর্বাসন ও এ সংক্রান্ত অন্যান্য ব্যয় সংকুলানে ৬ বিলিয়ন ইউরো (৫২ হাজার ১৪৩ কোটি টাকা) বরাদ্দ করেছে জার্মান সরকার।

তবে অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন বলে তার সমালোচকরা বলতে শুরু করেছেন।

অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে চুক্তির পর এরই মধ্যে ১৮ হাজারের মতো অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী প্রবেশ করেছে দেশটিতে।

এদিকে, ফের সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ। দেশটির চ্যান্সেলর ওয়ার্নার ফেয়ম্যান বলেছেন, জরুরি ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার তার সমাপ্তি প্রয়োজন।

রোববার (০৬ সেপ্টেম্বর) অ্যাঙ্গেলা মের্কেল ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এবার আমাদের ধাপে ধাপে স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।