ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে তৈরি ড্রোন হামলায় তিন জঙ্গির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, সেপ্টেম্বর ৭, ২০১৫
পাকিস্তানে তৈরি ড্রোন হামলায় তিন জঙ্গির মৃত্যু

ঢাকা: পাকিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে এই প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করেছে দেশটির সেনাবাহিনী। ড্রোনটির নাম ‘বুরাক’।

এ অভিযানে অন্তত তিন নেতৃস্থানীয় জঙ্গি নিহত হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় অভিযানটি পরিচালিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাওয়াল উপত্যকায় পাকিস্তানে তৈরি ‘বুরাক’ ড্রোন দিয়ে পরিচালিত এক অভিযানে তিন নেতৃস্থানীয় জঙ্গি নিহত হয়েছে।

এর আগে চলতি বছর ১৪ মার্চ দূর-নিয়ন্ত্রিত ড্রোন ‘বুরাক’ ও লেজার নিয়ন্ত্রিত মিসাইল ‘বার্ক’র সফল পরীক্ষা চালায় পাকিস্তান সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ