ঢাকা: সিরিয়ায় যুক্তরাজ্যের ড্রোন হামলায় দুই ব্রিটিশ সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্য নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে হামলার ষড়যন্ত্রেরও অভিযোগ রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের বরাত দিয়ে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী (আরএএফ) এ হামলা পরিচালনা করেছে জানিয়ে ক্যামেরন বলেন, ড্রোন হামলায় রিয়াদ খান ও রুহুল আমিন নামে দুই সন্দেহভাজন আইএস সদস্য নিহত হয়েছেন।
এসময় তিনি বলেন, তারা যুক্তরাজ্যে হামলার ষড়যন্ত্র করছিল। এছাড়া তাদেরকে থামানোর আর কোনো পথ খোলা ছিল না আমাদের সামনে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ