ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পিকেকে’র স্থাপনায় তুর্কি বিমান হামলায় ৪০ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
পিকেকে’র স্থাপনায় তুর্কি বিমান হামলায় ৪০ বিদ্রোহী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তুরস্ক বাহিনী। এতে অন্তত ৪০ জন পিকেকে সদস্য নিহত হয়েছেন।



মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে তুরস্কের পার্বত্য অঞ্চল ও ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে অধ্যুষিত এলাকাগুলোয় এ হামলা পরিচালিত হয় বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া।

আনাতোলিয়া জানায়, ছয় ঘণ্টাব্যাপী এ অভিযানে অর্ধ শতাধিক জঙ্গিবিমান অংশ নেয়।

এর আগে সোমবার (০৭ সেপ্টেম্বর) দিনগত রাতে টেলিভিশনে এক বক্তৃতায় পিকেকে-কে যেকোনো মূল্যে উৎখাতের ঘোষণা দেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু। রোববার (০৬ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকে’র হামলায় ১৬ তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় তিনি এ ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

** পিকেকে-কে উৎখাতের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।