ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৯৩.৯ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৯৩.৯ বিলিয়ন ডলার ছবি: সংগৃহীত

ঢাকা: ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মান পড়ে যাওয়ায় গত আগস্ট মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে ৯৩ দশমিক ৯ বিলিয়ন ডলার (৭ লাখ ৩০ হাজার ৯৬৪ কোটি টাকা)।

পিপলস’ ব্যাংক অব চায়না’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টের শেষ দিকে রিজার্ভ কমে ৩ দশমিক ৫৫৭ ট্রিলিয়ন ডলারে (২ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪৪৯ কোটি টাকা) নেমে গেছে।



বিশেষজ্ঞরা বলছেন, চীনা মুদ্রার মানে এই পতন শুধু গত আগস্টে শেয়ারবাজারে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলেই ক্ষান্ত থাকবে না। এর প্রভাব হবে সুদূরপ্রসারী। একে সম্ভাব্য ‘মুদ্রা যুদ্ধ’র অশনি সংকেত বলেই মনে করছেন তারা।

প্রতিবেদনে চীনা কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন এরই মধ্যে দূর্বল হতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।