ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বছরে ৫ লাখ শরণার্থী নিতে পারবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
বছরে ৫ লাখ শরণার্থী নিতে পারবে জার্মানি

ঢাকা: আগামী কয়েক বছর জার্মানি বছর প্রতি কমপক্ষে পাঁচ লাখ শরণার্থী নিতে পারবে বলে জানিয়েছেন দেশটির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল।

‍মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেশটির পদস্থ কর্মকর্তাদের বরাতে বিষয়টি জানিয়েছে।



সিগমার আরও বলেন, ২০১৫ সালে জার্মানি আট লাখেরও বেশি শরণার্থী প্রত্যাশা করছে।

পাশাপাশি অন্য ইউরোপিয়ান দেশগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা ইউএনএইচসিআর বলছে, শুধু সোমবারই (৭ সেপ্টেম্বর) সাত হাজার সিরিয়ান উদ্বাস্তু মেসিডোনিয়া পৌঁছেছে। অন্যদিকে, ৩০ হাজার অভিবাসী ছিল গ্রিক দ্বীপে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।