ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে দুই দফায় আত্মঘাতী হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বাগদাদে দুই দফায় আত্মঘাতী হামলা, নিহত ১৪

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে দুই দফায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে হামলা দু’টি হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাগদাদ পুলিশ জানিয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটে বাব আল-শারজি এলাকায়। এতে আট বেসামরিক লোক ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২১ জন।

বাগদাদের আল-ওয়াথবা স্কয়ারে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

কোনো সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।