ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লিবীয় উপকূলে একদিনে উদ্ধার সাড়ে ৪ হাজার শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
লিবীয় উপকূলে একদিনে উদ্ধার সাড়ে ৪ হাজার শরণার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: লিবীয় উপকূলে ২০টি অভিযানে একদিনেই উদ্ধার হয়েছেন সাড়ে চার হাজারের বেশি শরণার্থী।

ব্রিটেন, জার্মান ও ইতালির কোস্টগার্ডের সঙ্গে বিভিন্ন উদ্ধারকারী দল এসব অভিযান পরিচালনা করে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে পরিচালিত এসব অভিযানে এ শরণার্থীদের উদ্ধার করা হয় বলে ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়।

ভোরের চিকিৎসকদের মানবাধিকার সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্সের (এমএসএফ) প্রথম অভিযানে ৮শ’ শরণার্থী উদ্ধার হন। দুটি কাঠের মাছ ধরার নৌকা এবং দুটি ডিঙি নৌকায় তারা লিবীয় উপকূলে এসে পৌঁছান।

এমএসএফ মুখপাত্র ইয়াজান আল-সাদি জানান, উদ্ধার শরণার্থীরা ইরিত্রিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগরিক।

তিনি ‍আরো জানান, নৌকাগুলোতে এক ইঞ্চি জায়গাও খালি ছিল না। শিশুদের কান্না আর বয়স্কদের আহাজারিতে ভারী হয়ে গিয়েছিল পরিবেশ।

ইতালির কোস্টগার্ড সূত্র জানায়, লিবীয় উপকূলের ৩০ থেকে ৪০ নটিক্যাল মাইলের মধ্যে উদ্ধার অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে  আটটি নৌকা ও ১২টি ডিঙি নৌকা থেকে সাড়ে চার হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়। এক নারী শরণার্থীর মরদেহও অভিযানে উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।