ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ঝুঁকিপূর্ণ মনে হলেই ফিলিস্তিনিদের গুলি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
‘ঝুঁকিপূর্ণ মনে হলেই ফিলিস্তিনিদের গুলি’ ছবি : সংগৃহীত

ঢাকা: এখন থেকে ঝুঁকিপূর্ণ মনে হলেই ফিলিস্তিনিদের গুলি করতে পারবে সীমান্তে দায়িত্বরত ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।



এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, পাথর বা হাতবোমা ছুড়লে কিংবা তৃতীয় কোনো ব্যক্তি বা ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালে, ইসরায়েল সরকারের নিরাপত্তা পরিষদ তাকে বা তাদের গুলি করার ক্ষমতা দিয়েছে নিরাপত্তা বাহিনীকে।

এছাড়া পাথর ছোড়ার সময় কেউ গ্রেফতার হলে তাকে কমপক্ষে চার বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি আইনও পাস করেছে দেশটির মন্ত্রিপরিষদ।

পরে টুইটারে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, পাথর বা হাতবোমার মতো প্রাণঘাতী কোনো কিছুই নিরবে মেনে নেওয়া হবে না ইসরায়েলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এখন থেকে ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যরা ফিলিস্তিনি হামলাকারী বা সন্দেহভাজন হামলাকারীদের শুধু গুলিই করতে পারবে না, তারা চাইলে .২২ রুগার স্নাইপার রাইফেলও ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।