ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি মোদির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি মোদির ছবি : সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত জি-৪ সম্মেলনে এ দাবি করেন তিনি।

খবর: এনডিটিভির।

চার জাতির এ শীর্ষ সম্মেলনে মোদি ছাড়াও অংশ নেন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।

মোদি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোকে নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত করতেই হবে। নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা এবং বৈধতা বাড়ানোর জন্যই এ সংস্কার জরুরি।

তিনি বলেন, যখন জাতিসংঘ গঠিত হয় সে সময় থেকে বর্তমান পৃথিবী অনেক আলাদা। বর্তমান পৃথিবীর নিরাপত্তা আগের চেয়ে জটিল ও উদ্বেগের। তাই নিরাপত্তা পরিষদের সংস্কার দরকার।

দীর্ঘদিন থেকে নিরাপত্তা পরিষদের সংস্কার ও এতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে ভারত, জাপান, জার্মানি ও ব্রাজিল।

১৯৪৫ সালের জাতিসংঘ গঠনের পর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হয় ৫টি দেশকে। এছাড়া অস্থায়ী সদস্য হিসেবে ১০টি দেশ ২ বছরের জন্য নির্বাচিত হয়।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।