ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৪৩ শিক্ষার্থী নিখোঁজের একবছর

মেক্সিকোতে অভিভাবক ও হাজারো মানুষের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মেক্সিকোতে অভিভাবক ও হাজারো মানুষের মিছিল ছবি : সংগৃহীত

মেক্সিকো: মেক্সিকোর রাজধানী থেকে ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনার একবছর স্মরণে হাজারো মানুষের মিছিল হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়ের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।



এ সময় অনেকেই তাদের প্রিয় মানুষটির ছবি সম্বলিত পোস্টার বহন করেন।

এ সময় অভিভাবকরা এ ঘটনার তদন্তভার আন্তর্জাতিক তদারকিতে কোনো বিশেষ ইউনিটকে দিতে সরকারের প্রতি দাবি জানান।

তারা অভিযোগ করেন, পুলিশই ৪৩ শিক্ষার্থীকে সন্ত্রাসী সংগঠনের হাতে তুলে দিয়েছে।

এদিকে, এরইমধ্যে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সত্য উন্মোচনের অঙ্গীকার করেছেন।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়েরোরো প্রদেশের একটি টিচার্স ট্রেনিং কলেজের ওই ৪৩ শিক্ষার্থী পাশের ইগুয়ালা প্রদেশে একটি বিক্ষোভে যোগ দিতে যায়। পরে ইগুয়ালার পুলিশ মাদক ব্যবসায় জড়িত একটি চক্রের হাতে তাদের তুলে দেয়।

এরপর তাদের গলা কেটে ও পুড়িয়ে ফেলা হয় বলে জানা যায়। এ ঘটনায় সে সময় মেক্সিকো ও সারাবিশ্বে ব্যাপক আলোড়ন ও নিন্দার ঝড় ওঠে।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।