ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৬ সালে মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি আদালত এ রায় দেন।

এ ঘটনায় অভিযুক্ত ১২ আসামীর বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৬ সালের জুলাই মাসে মুম্বাইয়ের এক লোকাল ট্রেনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৮৯ জন নিহত হন। এছাড়া আহত হন আটশ’র বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।