ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দম্পতি হত্যায় জড়িতদের খুঁজছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
দম্পতি হত্যায় জড়িতদের খুঁজছে ইসরায়েলি বাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম তীরে ভ্রমণরত এক ইসরায়েলি দম্পতিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের খুঁজছে দেশটির বাহিনী।

ফিলিস্তিনের উত্তরে দখলকৃত পশ্চিম তীরের ইতামার ও এলন মোরের মধ্যবর্তী এলাকায় গাড়িতে ভ্রমণের সময় বৃহস্পতিবার (০১ অক্টোবর) ওই দম্পতিকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা।

এ ঘটনায় তাদের চার সন্তানও আহত হয়। সন্তানদের বয়স চার মাস থেকে নয় বছরের মধ্যে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরি শালিচার বলেছেন, এ ঘটনায় গোয়েন্দারা ব্যাপক অনুসন্ধান পরিচালনা করছে।

এদিকে, শুক্রবার (০২ অক্টোবর) নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার সরকারের পক্ষ থেকে নিন্দার দাবি জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, এই অঞ্চলে সন্ত্রাস দমনে সামনে একটাই পথ খোলা আছে। আর তা হলো, মাহমুদ আব্বাস ও তার ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি। চাপের মুখে তারা যখন পদক্ষেপ নেবেন, তখনই এই অঞ্চলে সন্ত্রাস দমন সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।