ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পর্তুগালে পুননির্বাচন উতরে গেল ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
পর্তুগালে পুননির্বাচন উতরে গেল ক্ষমতাসীনরা নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশে পেদ্রো পাসোস

ঢাকা: ইউরোপের দেশ পর্তুগালে পুনর্নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি জোট। এ নির্বাচন ক্ষমতাসীনদের চার বছরের ব্যয় সংকোচন নীতির ওপর ‘গণভোট’ হিসেবে ধরা হয়েছিল।



রোববার (৪ অক্টোবর) পূর্ব ইউরোপের দেশটিজুড়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটগ্রহণের পর শুরু হয় ভোট গণনা।

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে দেখা যায়, নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সিডিএস পিপলস পার্টি ও আর্থ পার্টির সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোট পেয়েছে ৩৭ শতাংশ ভোট, আর বিরোধী সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি জোট পেয়েছে ৩২ শতাংশ ভোট।

এ ফলাফল মেনে নিয়ে পরাজয় স্বীকার করেছেন সোশ্যালিস্ট পার্টির নেতা আন্তোনিও কস্তা। একইসঙ্গে তিনি ক্ষমতাসীন জোটের নেতা ও প্রধানমন্ত্রী পেদ্রো পাসোস কোয়েলহোকে অভিনন্দনও জানিয়েছেন।

দলীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আবারও জোট সরকার গঠনে প্রস্তুতির কথা জানিয়েছেন পেদ্রো পাসোস। তিনি বলেছেন, তার সরকার আগের ব্যয় সংকোচন নীতিতেই পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।