ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১২ দেশের মুক্তবাজার চুক্তিকে স্বাগত জানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
১২ দেশের মুক্তবাজার চুক্তিকে স্বাগত জানালো চীন ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের বৃহত্তম মুক্তবাজার গড়ার লক্ষ্যে ১২ দেশের ‘ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি)’ বা প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন।

সোমবার (০৫ অক্টোবর) জর্জিয়ার আটলান্টায় স্থানীয় সময় ভোর ৫টায় চুক্তিবদ্ধ দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা এতে স্বাক্ষর করেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

মার্কিন নেতৃত্বে পাঁচ বছর ধরে চলে আসছিলো এ আলোচনা। এর ফলে বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ এই জোট এখন থেকে নিয়ন্ত্রণ করবে।

চীন জানিয়েছে, বিশ্ববাণিজ্য সংস্থার যেকোনো প্রক্রিয়া অনুসরণ করতে প্রস্তুত দেশটি। তবে এর মানে এই নয় যে, টিপিপি’তে যোগ দিতে সে আগ্রহী।

এক বিবৃতিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, টিপিপি চুক্তি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্তবাজার অর্থনীতি গড়তে অন্যতম একটি পদক্ষেপ। চীন আশা করছে, এই অঞ্চলে টিপিপি ও অন্যান্য মুক্তবাজার চুক্তি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

** ১২ দেশের প্রশান্ত মহাসাগরীয় মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।