ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান হাসপাতালে হামলায় ওবামার ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
আফগান হাসপাতালে হামলায় ওবামার ক্ষমা প্রার্থনা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ নামে একটি সংস্থার পরিচালিত ওই হাসপাতালে বিমান হামলায় ২২ জনের মৃত্যু হয়েছিল।



বাংলাদেশ সময় বুধবার (৮ অক্টোবর) রাতে সংস্থাটির প্রেসিডেন্ট জোয়ান লিউয়ের সঙ্গে কথা বলে ক্ষমা চান তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, ওবামা হামলার ঘটনায় সংস্থাটিতে কর্মরতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে তার সঠিক কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছেন ওবামা।

আর্নেস্ট আরো বলেন, ওবামা সংস্থাটির প্রেসিডেন্টকে বলেন, এ রকম ঘটনা যেন না ঘটে সে জন্য যা করা দরকার তাই করা হবে।

হোয়াইট হাউজ জানায়, বারাক ওবামা আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছেন। তিনি আফগানিস্তানের সাথে আরো সুদৃঢ় ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।