ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শিগগিরই ভারতের যুদ্ধবিমানে নারী পাইলট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শিগগিরই ভারতের যুদ্ধবিমানে নারী পাইলট ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিমান বাহিনীর (আইএএফ) যুদ্ধবিমানে চালকের আসনে নারী পাইলট দেখা সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন দেশটির এয়ার চিফ মার্শাল অরুপ রাহা।

উত্তর প্রদেশের হিনদন এয়ারবেসে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) এয়ার ফোর্স ডে’র এক প্যারেডে অংশ নিয়ে এ কথা জানান তিনি।



এয়ার চিফ মার্শাল অরুপ রাহা বলেন, ভারতের বিমান বাহিনীর কার্গো ও হেলিকপ্টারে পাইলটের আসনে নারীরা থাকলেও যুদ্ধবিমানে নেই। তরুণ নারীদের আকাঙ্ক্ষা পূরণে যুদ্ধবিমানে পাইলটের আসনে নারীদের অন্তর্ভুক্তের চিন্তা ভাবনা করা হচ্ছে।

দেশটির বিমান বাহিনীতে ১৯৯২ সাল থেকে নারীরা কাজ করলেও তা শুধুমাত্র কার্গো ও হেলিকপ্টারেই সীমাবদ্ধ। তাই যুদ্ধবিমানে পাইলট হতে যাওয়ার বিষয়কে  বিশাল সুযোগ বলে মনে করছেন তারা।  

নারী পাইলটদের মাধ্যমে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ মিশন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে পাকিস্তান প্রথম নারী পাইলট ব্যাচ নিয়োগ দেয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।