ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সংকট

রাশিয়ান মিসাইল ইরানে ‘ভূপাতিত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
রাশিয়ান মিসাইল ইরানে ‘ভূপাতিত’

ঢাকা: সিরিয়ায় ছোড়া রাশিয়ার চারটি ক্রুজ মিসাইল ইরানে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া।



শুক্রবার (০৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম বলছে, ক্যাস্পিয়ান সাগর থেকে সিরিয়ার দিকে ছোড়া রাশিয়ার চারটি ক্রুজ মিসাইল ইরানে আঘাত করেছে।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা কোন এলাকায় আঘাত হেনেছে তা উল্লেখ করা হয়নি।

এদিকে অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়েছে রাশিয়া।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সিরিয়ায় বুধ ও বৃহস্পতিবার চালানো সব ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জেন ইগোর ‍বলেন, রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ১১টি লক্ষ্যবস্তুতে ২৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। আইএস জঙ্গিদের লক্ষ্য করে বৃহস্পতিবার ২৭টি লক্ষ্যবস্তুতে তারা বিমান হামলা চালিয়েছে।

এদিকে ইরানের সংস্থা জানায়, পশ্চিম আজারবাইজান প্রদেশের ঘোজঘাপান গ্রামে একটি বস্তু বিধ্বস্ত হয়েছে।

তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এও দাবি করছে, ইরান নিয়ে এ ধরনের প্রচার করা যুক্তরাষ্ট্রের ‘নতুন’ কৌশল।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।