ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিন থেকে রকেট হামলার অভিযোগ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ফিলিস্তিন থেকে রকেট হামলার অভিযোগ ইসরায়েলের ইসরায়েলি বাহিনীর গুলিতে রক্তাক্ত ফিলিস্তিনি

ঢাকা: ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সামরিক বাহিনী। তবে, এতে কারও হতাহতের খবর জানা যায়নি।



শনিবার (১০ অক্টোবর) ভোরে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের একটি উন্মুক্ত স্থানে এ রকেট নিক্ষিপ্ত হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

বিবৃতিতে বলা হয়, ভোরে জঙ্গিদের নিক্ষিপ্ত রকেট সীমান্তের অদূরের একটি খোলা জায়গায় পতিত হয়। এ কারণে সীমান্তবর্তী ইসরায়েলি জনপদগুলোতে সাইরেন বাজানো হয়। তবে, রকেটের আঘাতে কারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মাসে আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের ধরপাকড় ও শুক্রবার (৯ অক্টোবর) সেখানে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা জারির জেরে উভয়পক্ষের মধ্যে শুরু হওয়া সহিংসতার মধ্যে এ খবর এলো। শুক্রবারই গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত ফিলিস্তিনি নিহত হয়। গুলিবিদ্ধসহ আহত হয় কয়েডজনক ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।