ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে পাথরধসে শিশুসহ ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
করাচিতে পাথরধসে শিশুসহ ১৩ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের করাচিতে পাথরধসে সাত শিশুসহ কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, করাচির গুলিস্তান-ই-জহুর এলাকায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পাথরধসের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার কারণ জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচ থেকে সাত শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকাজে পুলিশও যোগ দিয়েছে।

পাথরধসের ঘটনায় নিহত ১৩ জন দুই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে।

করাচির কমিশনার শোয়েব আহমেদ সিদ্দিকিসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কমিশনার।  

মরদেহ উদ্ধার করে জিন্না পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) রাখা হয়েছে। যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।