ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মায়ানমারে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারী বর্ষণের কারণে মায়ানমারের পূর্বাঞ্চলে কায়া প্রদেশের ভূমিধসে কমপক্ষে ১৭জনের প্রাণহানি ঘটেছে।

এ ঘটনায় আরও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রোববার বিকেলে হপা-সং শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিধসে নিহতদের মধ্যে ১০জন পুরুষ ও ৭জন নারী রয়েছেন। আহতদের মধ্যে ৪৮জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় কমপক্ষে ৬০টির মতো ঘর বিধ্বস্ত হয়ে গেছে।

রেডক্রস মায়ানমারের বরাত দিয়ে জানানো হয়, ভূমিধসে ১৭ জন মারা গেছেন এবং ৩০জন এখনও নিখোঁজ রয়েছেন।

এদিকে ঘটনাস্থল থেকে দুযোর্গগ্রস্ত মানুষকে উদ্ধার করে স্থানীয় আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় অংশ নেন। দুর্গতের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ।

মায়ানমার রেডক্রসের সাপোর্টিং ‍অফিসার ইউ অং কিয়াও মিয়ো বলেন, ভূমিধসের আশপাশে নিখোঁজদের উদ্ধারে ‍তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে ঘটনাস্থলের আশপাশে ভূমিধসে ঝুঁকিপূর্ণ মাউচি তং থাবা এবং লোখালো গ্রামের ৩৬০ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি কমিটিও গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।