ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের ৩২ স্থাপনায় রুশ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আইএসের ৩২ স্থাপনায় রুশ বিমান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩২টি লক্ষ্যবস্তুতে ৩৩টি হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



কোনাশেঙ্কভ জানান, পূর্ব দুমায় রুশ যুদ্ধবিমান এসইউ-৩৪ বোম্বারের হামলায় নাইন কে৩৩ ওসা মডেলের একটি ক্ষেপণাস্ত্র  ধ্বংস হয়েছে। সিরীয় সামরিক বাহিনীর কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র ছিনিয়ে নিয়েছিল আইএস জঙ্গিরা। এছাড়া এ হামলায় জঙ্গি সংগঠনটির একটি কংক্রিট স্থাপনা ধ্বংস হয়েছে। এই স্থাপনা অস্ত্র মজুতের কাজে ব্যবহার হতো।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ইদলিব, হামা, দামাস্কো, আলেপ্পো ও দেইর ইজ-জোর প্রদেশে এ হামলাগুলো পরিচালিত হয়। রুশ হামলার মুখে বিপর্যস্ত হয়ে পড়া জঙ্গিরা এখন পলায়নপর অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।