ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন তথ্য হ্যাকিংয়ের অভিযোগে মালয়েশিয়ায় যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
মার্কিন তথ্য হ্যাকিংয়ের অভিযোগে মালয়েশিয়ায় যুবক আটক

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর এক হাজার কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে মালয়েশীয় পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মালয়েশীয় পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ইসলামিক স্টেটকে (আইএস) তথ্য দিতেই ওই যুবক হ্যাকিংয়ের আশ্রয় নেয় বলে জানানো হয় বিবৃতিতে।

আটককৃত যুবকের নাম অরদিত ফারাজি (২০)। তিনি গত বছর আগস্ট মাসে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়তে কোসাভো থেকে মালশিয়ায় যান।

বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আইএসের এক নেতার সঙ্গে ফারাজির যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে।

এর আগে, গত আগস্টে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ মালয়েশীয়কে আটক করে দেশটির পুলিশ। তাদের মধ্যে ৬ জনই মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।